প্রশ্নঃ- নবী কারীম সঃ এর ব্যাপারে আলীমুল গাইব আক্বীদা পোষণ করা যাবে কি না?

উত্তরঃ- কোরআন হাদীসের বর্ণনা অনুযায়ী আলীমুল গাইব তথা অদৃশ্যের খবর রাখেন একমাত্র আল্লাহ তায়ালা, অন্য কেহ নয়।

সুতরাং রাসূলুল্লাহ সাঃ কে আলীমুল গায়েব মনে করা কুফরী। এমন আকীদা পোষণকারীর ঈমান নবায়ন করা আবশ্যক।

 

– আল কুরআনঃ সুরা নামল, আায়াতঃ-৬৫

হাশিয়াতুস সাভী- ২/১৮৮, আল বাহরুর রায়েকঃ- ৩/১৫৫,  ফাতাওয়ায়ে মাহমুদিয়াহঃ- ১/৪৮২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *