প্রশ্নঃ-নামাজের মাঝে ফুল প্যান্ট পরা অনেক ব্যক্তিদের নিতম্বের কিছু অংশ বের হয়ে যায় এখন জানার বিষয় হলো এর দ্বারা নামাজের কোন ক্ষতি হবে কিনা?

প্রশ্নঃ-নামাজের মাঝে ফুল প্যান্ট পরা অনেক ব্যক্তিদের নিতম্বের কিছু অংশ বের হয়ে যায় এখন জানার বিষয় হলো এর দ্বারা নামাজের কোন ক্ষতি হবে কিনা?

উত্তরঃ-সতর হিসেবে বিবেচিত অঙ্গের এক চতুর্থাংশ পূর্ণ এক রোকন আদায়কালীন খোলা থাকলে নামাজ ভেঙ্গে যায়।
প্রশ্নেবর্নিত অঙ্গ সতর হিসেবে বিবেচিত। তাই চতুর্থাংশ পুরো এক রোকন আদায়কালীন খোলা থাকলে নামাজ ভেঙ্গে যাবে।

দলিল সমূহ:-
سنن الدارقطنی۱/ ۲۳۰ – ۳۳۱
قال عليه السلام: عورة الرجل ما بین السرۃ الی ركبتہ

الهداية – اولين ص92 (نادية القرآن كتب خانہ)
يجب على المصلى۔۔۔۔۔۔۔۔۔۔ -ويستر عورته ۔وعورة الرجل ماتحت السرة الى الركبة فان صلت ربع ساقها مكشوف أو ثلثھا تعيد الصلوة

البناية -١٣٥/٢ المكتبة الحقانية
والاصل ان الكثير من انكشاف العورة مانع ، والقليل غير مانع والربع وما فوقه كثير وما دونه قليل عندھما

الدر المختار -۱/۱۰۰ مکتبۃالأزهر
ويمنع حتى انعقادها وكشف ربع عضو قدر اداء ركن بلا صنعہ من عورة غليظة او خفیفۃعلى المعتمد

আরো দলিল সমূহ:-
হাশিয়াতু ইবনে আবিদিন ২/১০০
ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১১৫
বাদায়েউস সানায়ে ১/৩৭৪
আল মুহিতুল বুরহানি ২/১৫
এমদাদুল ফাতাওয়া জাদীদ ২/২৬৪
উত্তর প্রদানেপ্রশ্নঃ-নামাজের মাঝে ফুল প্যান্ট পরা অনেক ব্যক্তিদের নিতম্বের কিছু অংশ বের হয়ে যায় এখন জানার বিষয় হলো এর দ্বারা নামাজের কোন ক্ষতি হবে কিনা?

মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী
প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।
খতিব :-সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *