উত্তরঃ হাদিস শরিফে এসেছে রাসূল সঃ নামাজে আমিন বলেছেন এবং সাহাবা রাঃ কেও আমীন বলার জন্য বলেছেন। তিনি এর ফজিলতও বয়ান করেছেন।
কিন্তু আমীন উচ্চস্বরে বলা হবে নাকি নিম্নস্বরে;এনিয়ে মতপার্থক্য রয়েছে। তবে সবকিছুু পর্যালোচনার পর বিজ্ঞ মুহাদ্দিসীন ও ফকিহগন নিম্নস্বরে আমীন বলাকে উত্তম বলেছেন। এবং উচ্চস্বরে আমীন বলাকে অনুত্তম বলেছেন।
-সহীহ বুখারীঃ- ১০৮, মুসনাদে আহমদঃ- হাদীস নং-১৮৮৫৪, ত্বহাবী শরীফঃ- হাদীস নং-১/১৫০,
কিতাবুল ফাতাওয়াঃ-১/৪৯০, ফাতাওয়া মাহমুদীয়া-৫/৫৯৫,
Leave Your Comments