প্রশ্নঃ- নামাজে আমীন আস্তে বলবে নাকি জোরে বলবে, হাদীসের আলোকে জবাব দিলে উপকৃত হব।

উত্তরঃ হাদিস শরিফে এসেছে রাসূল সঃ নামাজে আমিন বলেছেন এবং সাহাবা রাঃ কেও আমীন বলার জন্য বলেছেন। তিনি এর ফজিলতও বয়ান করেছেন।

কিন্তু আমীন উচ্চস্বরে বলা হবে নাকি নিম্নস্বরে;এনিয়ে মতপার্থক্য রয়েছে। তবে সবকিছুু পর্যালোচনার পর বিজ্ঞ মুহাদ্দিসীন ও ফকিহগন নিম্নস্বরে আমীন বলাকে উত্তম বলেছেন। এবং উচ্চস্বরে আমীন বলাকে অনুত্তম বলেছেন।

 

-সহীহ বুখারীঃ- ১০৮, মুসনাদে আহমদঃ- হাদীস নং-১৮৮৫৪, ত্বহাবী শরীফঃ- হাদীস নং-১/১৫০,

কিতাবুল ফাতাওয়াঃ-১/৪৯০, ফাতাওয়া মাহমুদীয়া-৫/৫৯৫,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *