উত্তরঃ- নামাজের মধ্যে বিনা ওজরে কাশি দেওয়া ও আমলে কাছীর করা নামাজ ভঙ্গের কারণ।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তি কাশি দিয়ে সতর্ক করার কারণে নামাজ ভেঙ্গে গেছে। হাত দিয়ে ইশারার ক্ষেত্রেও যদি দু হাত দিয়ে করে থাকে তাহলে নামাজ ভেঙ্গে গেছে, অন্যথায় নয়।
– আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ- ২/৪৫৫, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ১/২৪৯, ইমদাদুল ফাতাওয়াঃ- ১/৩৩৫, বেহেশতী যেওয়ারঃ-১/১২৩,
Leave Your Comments