উত্তরঃ- শরীয়তের মূলনীতি হলো নেসাব পরিমান মালের মালিক হওয়ার দ্বারা যাকাত ওয়াজিব হয়। এবং বছরান্তে আদায় করতে হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতেও বছর শেষেই যাকাত আদায় করা আবশ্যক। চাইলে আগেও আদায় করতে পারবে।
-ফাতাওয়ায়ে কাযীখানঃ-১/১৬২, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ১/৩৩৭, আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৫/১০৩,
Leave Your Comments