উত্তরঃ- ইসলামী শরীয়াহ মোতাবেক নাজাসুল আইন তথা মুলগতভাবে নাপাক এমন বস্তু কোনভাবেই পাক হয়না ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে প্রস্রাব ইত্যাদী যেহেতু মুলগতভাবে নাপাক তাই প্রস্রাব শোধন করে সুপেয় পানিতে রুপান্তরিত করার দ্বারা তার নাপাকি দূর হবেনা , বরং নাপাকই থেকে যাবে।
তাই ইহা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবেনা।
– কিতাবুল ফাতাওয়াঃ- ১/৪৪৪, ফাতাওয়া কাযীখানঃ- ১/১৬, জাদীদ ফিকহী মাসায়ীলঃ-১/৭৪,
Leave Your Comments