উত্তরঃ নামাজের মধ্যে নারী পুরুষের উভয়ের জন্য সতর ঢাকা ফরজ তাই সতর ঢাকাসহ নামাযের অন্যান্য ফরজ ও ওয়াজিব সমূহ পাওয়া গেলে নামাজ হয়ে যায়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে সতর ঢেকে এমন শার্ট প্যান্ট পরিধান করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে হাদিসের মধ্যে নবী অন্য জাতির সাথে সাদৃশ্য হয় এমন কাপড় চোপড় পরিধান করতে নিষেধ করায় প্যান্ট শার্ট পরিধান করে নামাজ পড়া মাকরুহ। দলিলঃরদ্দুল মুহতার ২/৪৯১ কেফায়াতুল মুফতি ১২/২৮৬।
Leave Your Comments