উত্তরঃ- রাসূল সঃ বলেছেন নামাজের তাকবির হচ্ছে হারামকারী, আর সালাম হচ্ছে হালালকারী। ফোকাহায়ে কেরাম কিছু নির্দিষ্ট বাক্য ও ভাষায় তাকবির বলাকে আবশ্যক বলেছেন।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে আরবীর নির্ধারিত বাক্য ছাড়া অন্য কোন বাক্য অথবা অন্য কোন ভাষায় তাকবির বললে নামাজ হবেনা।
-ফাতাওয়া হিন্দিয়াঃ-১/১২৬, সুনানে তিরমিজিঃ-১/৬, আল মুহিতুল বোরহানিঃ-২/৩৪,
নাসবুর রায়াহঃ-১/৩৮৮,
Leave Your Comments