প্রশ্নঃ- প্রাইজ বন্ড ক্রয় করার বিধান কি?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম।

প্রশ্নে বর্ণিত প্রাইজ বন্ডে এই উভয়টা পাওয়া যায় বিধায় তা ক্রয়-বিক্রয় করা হারাম।

 

-আল কুরআনুল কারীম; সুরা মায়িদাহঃ-৯০, রদ্দুল মুহতারঃ- ৫/১৬৬, ফাতাওয়ায়ে উসমানীঃ- ৩/১৭৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *