প্রশ্নঃ-প্রয়োজন ছাড়া অতিরিক্ত জমি বা বিল্ডিং এর উপর যাকাত ওয়াজিব হবে কিনা? যা ব্যাবসায়িক নয়।

উত্তরঃ ইসলামী শরীয়াহ মোতাবেক ব্যাবসায়ীক পন্য নেসাব পরিমান হয়ে বছর অতিক্রান্ত হলে যাকাত ওয়াজিব হয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে জমি বা বিল্ডিং যেহেতু ব্যাবসায়ীক পন্য নয়, তাই এর উপর যাকাত ওয়াজিব হবেনা।

 

-আল মুহীতুল বোরহানীঃ-৩/১৬৩, ফাতাওয়া আলমগীরীঃ- ১/২৪১, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহূঃ-২/৬৪৮, ফাতওয়া উসমানীঃ- ২/৪০,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *