উত্তরঃ- ফিকহ ও ফাতাওয়ার কিতাব দ্বারা জানা যায় যে, অজু এবং গোসলের অঙ্গগুলো ধৌত করার সময় চামড়া পর্যন্ত পানি পৌঁছানো আবশ্যক।
অতএব প্লাস্টিক সার্জারীর কারণে যদি চামড়া পর্যন্ত পানি না পৌঁছে, তাহলে তার উপর অজু করলে অজু হবেনা।
তবে যদি তা চামড়ার সাথে এমনভাবে লাগানো থাকে যে খোলা অসম্ভব, তাহলে তার উপর অযু করলে অযু হয়ে যাবে।
-আল ফিকহু আলা মাজাহিবিল আরবায়াঃ- ১/৪৫, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ১/৬৮,
জাদীদ ফিকহী মাসায়েলঃ- ১/৬১,
Leave Your Comments