প্রশ্নঃ- বর্তমান বাজারে ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ত্রিশ হাজার টাকা। আর ২২ ক্যারেট স্বর্ণের ভরি ষাট হাজার টাকা। এমতাবস্থায় ১ ভরি ২২ ক্যারেট স্বর্ণের বিনেময়ে ২ ভরি ১৮ ক্যারেট স্বর্ণের ক্রয় বিক্রয় জায়েয আছে কি না?

উত্তরঃ- সুদীক্ষেত্রে ভালো খারাপের তারতম্য বিবেচ্য নয়। বরং সর্বাবস্থায় তা সমান সমান লেনদেন করা আবশ্যক।

সুতরাং প্রশ্নে বর্ণিত ক্রয় বিক্রয় বৈধ নয়। তাই প্রথমে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের মূল্য ধরে বিক্রি করে দিবে। অতঃপর সেই মূল্য দিয়ে ১৮ ক্যারেটের ২ ভরি স্বর্ণ কিনে দিবে।

 

-সহীহুল বুখারীঃ- ১/২৯৩, রদ্দুল মুহতারঃ- ৫/১৭৯, ইনয়ামুল বারীঃ- ৬/৩৭৫,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *