প্রশ্নঃ- বর্তমান বিভিন্ন শহরে পানি সংকট থাকার কারণে ড্রেনের পানি বিশুদ্ধ করে ব্যাবহার করা হয়। অথচ ঐ পানির তিনটি গুনই পরিবর্তন হয়ে গেছে। এখন আমার জানার বিষয় হলো উক্ত পানি দ্বারা অজু-গোসল সহীহ হবে কি না?

উত্তরঃ- বস্তুর ( হাকীকত ) মৌলিক গুণাবলী পরিবর্তন হয়ে গেলে তার হুকুম ও পরিবর্তন হয়ে যায়।

সুতরাং প্রশ্নে বর্ণিত পানির তিনটি গুনই পরিবর্তন হওয়া সত্ত্বেও পূণরায়  তা ফিল্টারের মাধ্যমে ফিরে আসার কারণে ঐ পানি পবিত্র।

এ পানি দ্বারা অজু-গোসল করা যাবে।

 

-রদ্দুল মুহতারঃ- ১/৫৯৭ + ৫৮২, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ১/৯৬, জাদীদ ফিকহী মাবাহেসঃ-১৮/৩৫-৩৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *