প্রশ্নঃ- বর্তমান যমানায় কেউ যদি ইসলামকে অস্বিকার করে, তাহলে তাকে কি বলা হবে?

উত্তরঃ- ইসলামের অস্বিকারকারী কাফের।

সুতরাং বর্তমান যমানায় কেউ যদি ইসলামকে অস্বিকার করে তাহলে তাকে কাফের বলা হবে।

 

– ফাতাওয়া তাতারখানিয়াঃ- ২০/২৮২, তাফসীরে বায়যাবীঃ-২৩,আপকে মাসায়েল আওর উনকা হলঃ-২/৩৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *