উত্তরঃ- অযু ও গোসলের মাধ্যমে পবিত্র হওয়ার ক্ষেত্রে শরীরে পানি পৌঁছাতে প্রতিবন্ধক সৃষ্টিকারী বস্তু যথাসাধ্য দূর করা আবশ্যক।
সুতরাং প্রশ্নে বর্ণিত কৃত্তিম দাড়ি বিভিন্ন ধরণের রয়েছে। কিছু আছে সহজেই খোলা যায়। আর কিছু আছে সরাসরি চামড়ার সাথে লাগানো।
অতএব আপনার প্রশ্নে বর্ণিত দাড়ি কি ধরণের?
তা নিশ্চিত করলে তদানুযায়ী জবাব দেয়া হবে।
– আদ দুররুল মুখতার মায় হামিশি রদ্দিল মুহতারঃ- ১/২১৬, ফাতাওয়ায়ে কাযীখানঃ- ১/২৩, ফাতাওয়ায়ে সিরাজিয়াহঃ- ২৬,
Leave Your Comments