উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী অকাট্য দলীল দ্বারা প্রমাণিত শরীয়তের কোন বিষয়কে অস্বিকার করলে কাফের হয়ে যাবে। অন্যথায় ফাসেক ও গোমরাহ বলা হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে অস্বিকার করলে কাফের হয়ে যাবে। অন্যান্য বিষয় অস্বিকার করলে কাফের হবে না। তবে ফাসেক ও গোমরাহ বলে বিবেচিত হবে।
-আল কুরআন- সুরা বানী ইসরায়েল, আয়াতঃ- ১, আন নিবরাসঃ- ৪৭৪, ফাতাওয়া হাক্কানিয়াহঃ- ১/২২৬,
Leave Your Comments