উত্তরঃ- বীর্যপাত বিহীন সঙ্গম দ্বারা গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো সঙ্গমকৃত ব্যাক্তি বা জিনিসটি যৌনক্ষমতা সম্পন্ন হতে হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত sex toy যেহেতু যৌনক্ষমতা সম্পন্ন নয় তাই তার সাথে বীর্যপাত বিহীন যৌনকার্য দ্বারা গোসল ফরজ হবে না।
তবে যৌন চাহিদা পূরণের জন্য এ ধরণের অবৈধ পন্থা পরিহার করা উচিৎ।
-বাদায়েউস সানায়েঃ- ১/১৪৪, মারাকিউল ফাল্লাহঃ- ৯৮, ফাতাওয়ায়ে হাক্কানিয়াহঃ- ২/৫৩৩,
Leave Your Comments