প্রশ্নঃ- বর্তমান সময়ে যৌনকর্ম সম্পাদনের জন্য যে SEX TOY পাওয়া যায় তার সাথে সেক্স করে যদি বীর্যপাত না হয় তাহলে কি গোসল ফরজ হবে?

উত্তরঃ- বীর্যপাত বিহীন সঙ্গম দ্বারা গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো সঙ্গমকৃত ব্যাক্তি বা জিনিসটি যৌনক্ষমতা সম্পন্ন হতে হবে।

সুতরাং প্রশ্নে বর্ণিত  sex toy  যেহেতু যৌনক্ষমতা সম্পন্ন নয় তাই তার সাথে বীর্যপাত বিহীন যৌনকার্য দ্বারা গোসল ফরজ হবে না।

তবে যৌন চাহিদা পূরণের জন্য এ ধরণের অবৈধ পন্থা পরিহার করা উচিৎ।

 

-বাদায়েউস সানায়েঃ- ১/১৪৪, মারাকিউল ফাল্লাহঃ- ৯৮, ফাতাওয়ায়ে হাক্কানিয়াহঃ- ২/৫৩৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *