প্রশ্নঃ বাংলাদেশী কোন মহিলা মাহরাম ছাড়া হজ্ব আদায় করতে যেতে পারবে কি?

উত্তরঃ হাদিসের ভাষ্য মতে মহিলাদের জন্য মাহরাম ছাড়া তিন দিনের দূরত্বে (তথা শরয়ী সফরে) যাওয়া জায়েয নেই। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে আমাদের দেশ বাংলাদেশ ও সৌদি আরবের মাঝে শরয়ী সফরের দূরুত্ব হওয়ায় মাহরাম ব্যতীত একাকী মহিলাদের জন্য হজে যাওয়ার অনুমতি নেই। এক্ষেত্রে তার করণীয় হল ওই টাকাগুলো মৃত্যুর আগ পর্যন্ত সংরক্ষণ করে রাখবে।এর মধ্যে যদি কোন মাহরাম পায় তাহলে তাকে সাথে নিয়ে হজ করবে। অন্যথায় মৃত্যুর আগে ওসিয়ত করে যাবে যেন তার এ টাকা দিয়ে তার পক্ষ থেকে ওয়ারিশগণ বদলি হজ করিয়ে নেয়। দলিলঃ সহি বুখারী ১/৪৭ বাদায়েউস সানায়ে ৩/৪৭ রদ্দুল মুহতার ৩/৫৩৩ ফতোয়ায়ে উসমানী২/২০১ আহসানুল ফাতাওয়া৪/৫২২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *