প্রশ্নঃ- বাংলাদেশের এক ব্যাক্তি সাহরী খেয়ে বিমানে উঠল এবং চার ঘন্টা পর যখন অন্য দেশে নামল, তখন ইফতারীর সময় হলো। এখন তার করণীয় কি?

উত্তরঃ- ইসলামী শরীয়াহ রোযার জন্য সময় নির্ধারণ করেছে সূর্য উদয় থেকে সূর্যস্ত পর্যন্ত।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে বিমানে করে অন্য দেশে যাওয়া ব্যাক্তি অবস্থানরত দেশের হিসাবেই ইফতার করবে।

 

– হাশিয়াতু ইবনে আবেদীনঃ- ২/৪২০, বাদায়েউস সানায়েঃ- ২/৫৮৩, আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৪/৫৫৪,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *