উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী আদালত কর্তৃক প্রদত্ত রায়ের ভিত্তিতে নির্বাহী বিভাগের জন্য অপরাধীর শ্বাস্তি কার্যকর করা আবশ্যক। সুতরাং আদালত কর্তৃক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে প্রদত্ত রায় নির্বাহী বিভাগের উপর কার্যকর করা আবশ্যক।
রাস্ট্রপতী বিশেষ কোন ক্ষমতায় এ রায় বাতিল করতে পারবে না।
-আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃঃ- ৫/৭৩৪, আল বাহরুর রায়েকঃ-৯/২৬, নাওয়াদিরুল ফিকহঃ-২/৩৩২,
Leave Your Comments