প্রশ্নঃ- বাংলাদেশে তৈরি জিনিস পাকিস্তানী সীল লাগিয়ে বিক্রি করলে তার হুকুম কি?

উত্তরঃ- পন্য ক্রয়ের পর বর্ণিত গুনাবলী পাওয়া না গেলেও ক্রয় বিক্রয় সহীহ হয়ে যায়।

সুতরাং প্রশ্নে বর্ণিত ক্রয়-বিক্রয় সহীহ হবে।

তবে ক্রেতা বিষয়টি পূর্ব থেকেই জ্ঞাত না থাকলে তা ফিরিয়ে দিতে পারবে। অন্যথায়  পারবে না।

 

-আদ দুররুল মুখতার আলা হামিশি রদ্দিল মুহতারঃ-৫/৫২, আল বিনায়াহঃ- ১০/২৬১-২৬২, ফাতাওয়ায়ে হাক্কানীয়াঃ- ৬/৯৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *