উত্তরঃ- বাইয়াত পাঁচ প্রকার।
১/ ইসলাম গ্রহনের বাইয়াত।
২ রাস্ট্রপ্রধানের আনুগত্যের বাইয়াত।
৩/ তাকওয়া অর্জনের উদ্দেশ্যে তাসাউফের বাইয়াত।
৪/ হিজরত ও জিহাদের বাইয়াত।
৫/ জিহাদে দৃঢ়পদ থাকার বাইয়াত।
ইসলামী শরীয়া নির্দৃষ্ট কতিপয় অপরাধের জন্য দুনিয়াবি শ্বাস্তি নির্ধারণ করেছে। যথাঃ- চুরি, ব্যাভিচার, মদ্যপান, মিথ্যা অপবাদ ও ডাকাতি।
এগুলো ছাড়া অন্যান্য অপরাধের জন্য কোন শ্বাস্তি নির্ধারণ করেনি।
সুতরাং বাইয়াত ভঙ্গ করার কারণে দুনিয়াবি কোনো শ্বাস্তি নেই।
-আল কওলুল জামীল মায়া শরহি শিফাইল আলীলঃ- ৬/১, আল ফিকহুল ইসলামীঃ-৫/৭১৪,
Leave Your Comments