উত্তরঃ– শরিয়তের মুলনীতি অনুযায়ী বিতিরের নামাজের তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে বিতিরের নামাযে প্রসিদ্ধ দুয়ায়ে কুনুত না পড়ে যে কোন দোআ পড়ার দ্বারা ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে যদি কোন দোয়া না পড়ে শুধু দাড়িয়ে থাকে তাহলে নির্ভরযোগ্য মত অনুসারে নামাজ পুনরায় পড়া আবশ্যক।
-ফাতাওয়া আলমগীরিয়াঃ-১/১৭০, হাশিয়াতুত ত্বহতভীঃ- ২৫২ পৃঃ, আহসানুল ফাতাওয়াঃ-৩/৪৪৯,
Leave Your Comments