উত্তরঃ কুরআন ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করা হয়েছে, অপরদিকে হাদীসে সুদ দাতা, গ্রহিতা তার লিখকের উপর আল্লাহর লানাত বা অভিশাপের কথা বলা হয়েছে। সুতরাং কোর আন ও হাদীসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে সুদি কারবারের সাথে যে কোন রকমের সম্পৃক্ততা হারাম।বিধায় প্রশ্নোক্ত বর্নিয় ব্যাংক গুলো যেহেতু সুদি কারবারের সাথে পূর্নাঙ্গ ভাবে জড়িত কাজেই। ঐ সকল প্রতিষ্ঠানে চাকুরী করা কোন ভাবেই বৈধ নয়।এবং এথেকে উপার্জিত অর্থ ও বৈধ নয় হারাম।আর কেহ এধরনের প্রতিষ্ঠানে চাকরিরত থাকে তাহলে তার জন্য জরুরি হল তাওবা ইস্তেগফার করতে থাকা এবং অন্যত্র চাকুরী করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আর এ চাকুরী থেকে উপার্জিত অর্থ অল্প অল্প করে ছদকা করে দেওয়া। দলিলঃ সুরা মায়েদা।সহিহ মুসলিম ২/২৮(১০২৬) তাকমিলাতুল ফাতহুল মুলহিম ১/৩৮৮ ফাতাওয়ায়ে উসমানী ৩/৩৯৬।
Leave Your Comments