প্রশ্নঃ- ব্যাংকে টাকা রাখলে যে লভ্যাংশ দেয়া হয় তার হুকুম কি?

উত্তরঃ- কোনো অর্থ হালাল বা হারাম হওয়া নির্ভর করে আয়ের উৎস ও পদ্ধতীর উপর। উপার্জনের উৎস ও পদ্ধতী যদি হালাল হয় তাহলে হালাল, অন্যথায় হারাম।

 

-সুতুরাং প্রশ্নে বর্ণিত ব্যাংক যদি গ্রাহকের টাকায় শরীয়া সম্মতভাবে ব্যাবসা-বানিজ্য করে এবং তার মুনাফা থেকে শতকরা হারে লভ্যাংশ দেয় তাহলে হালাল, অন্যথায় হারাম।

 

-আল ফিকহুর হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ২/৫৩, আদ দুররুল মুনতাকা ফি শরহিল মুলতাকা বিহামিশি মাজমায়িল আনহারঃ- ৩/১১১, ফিকহী মাকালাতঃ- ২/৩২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *