উত্তরঃ- খাত নির্ধারণ পূর্বক ওয়াকফকৃত বস্তু খাত ব্যাতিত ভিন্ন খাতে স্থায়ীভাবে ব্যাবহারের অনুমতি নেই।
সুতরাং প্রশ্নে বর্ণিত মসজিদের জন্য ওয়াকফকৃত জমিতে স্থায়ীভাবে মাদরাসা বিল্ডিং নির্মান করার অনুমতি নেই। তবে একান্ত প্রয়োজনে অনুমতি সাপেক্ষে সাময়ীকভাবে ব্যাবহারের অনুমতি রয়েছে। এক্ষেত্রেও জায়গার ভাড়া হিসেবে কিছু টাকা মসজিদে দিয়ে দেওয়া উচিৎ।
-আল হিদায়াঃ- ২/৬৪৫, আজীজুল ফাতাওয়াঃ- ১/৫৬৯, ফাতাওয়ায়ে রহীমিয়াহঃ- ৯/১৬৬,
Leave Your Comments