উত্তরঃ- মান্নতের জন্য মৌলিক এবাদাতের মান্নত করা শর্ত।
মসজিদ নির্মান মৌলিক ইবাদত না হওয়ায় প্রশ্নে বর্ণিত ব্যাক্তির মান্নত সহিহ হয়নি।
তাই তার মান্নত পুরা করা জরুরী না। (তবে সে চাইলে মান্নতকৃত বস্তু বা তার সম-পরিমান মূল্য গরীব-মিসকিনদের মাঝে দান করতে পারে।)
-ইবনু আবেদীনঃ- ৫/৫৩৫, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ-২/৩৫০, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ- ২২/৫৪৬,
Leave Your Comments