উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী পূর্ণ মালিকানাধীন সম্পদ নেসাব পরিমান হয়ে যাকাত যোগ্য হলে বছরান্তে যাকাত ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু মাদ্রাসার ফান্ডে জমাকৃত অর্থ অনির্দিষ্ট গোরাবাদের জন্য ওয়াকফ্কৃত; মালিকানাধীন নয়। তাই মাদ্রাসার মালের উপর যাকাত আসবে না।
-দুররুল মুখতার মায়া রদ্দিল মুহতারঃ-২/২৫৯, আল ফিকহুল ইসলামীঃ-২/৬৫২, ফাতাওয়া দারুল উলূম দেওবন্দঃ-৬/৪৯,
Leave Your Comments