উত্তরঃ- গায়রে মাহরাম যুবকের জন্য যুবতীর, আর যুবতীর জন্য যুবকের সালামের উত্তর দেওয়া বৈধ নয়।
তবে বৃদ্ধা মহিলা সালাম দিলে নিচু আওয়াযে সালামের উত্তর দিতে পারবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত নারী পুরুষ যদি যুবক-যুবতী হয় তাহলে বৈধ হবে না। অন্যথায় বৈধ হবে।
-আদ দুররুল মুখতারঃ-৬/৩৬৯, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ৫/৩৭৮, আহসানুল ফাতাওয়াঃ- ৮/৪১,
Leave Your Comments