প্রশ্নঃ মুসলমান ব্যক্তি হিন্দু ব্যক্তিদের কাছে বাকিতে বেশি দামে কোন পণ্য বিক্রি করতে পারবে কি? উত্তরঃ ইসলামী শরীয়ত অমুসলিমদের সাথে লেনদেন ক্রয়-বিক্রয় বৈধতা দিয়েছে। সুতরাং প্রশ্নে উল্লেখিত অমুসলিমদের সাথে নগদে ক্রয় বিক্রয় যেমন জায়েয তেমনি বাকিতে বেশি দামে ক্রয় বিক্রয় করাও জায়েজ আছে।দলিলঃহেদায়া ৩/৭৩ আপকে মাসায়েল আওর উনকা হাল ৭/৮৪ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৬/২০৩।
Leave Your Comments