প্রশ্নঃ-মুহতারাম আমাদের গ্রামের এক ব্যক্তির এক্সিডেন্ট হওয়ায় তার উভয় হাত কেটে যায়, জানার বিষয় হল ওই ব্যক্তি কিভাবে পবিত্রতা অর্জন করবে ?

প্রশ্নঃ-মুহতারাম আমাদের গ্রামের এক ব্যক্তির এক্সিডেন্ট হওয়ায় তার উভয় হাত কেটে যায়, জানার বিষয় হল ওই ব্যক্তি কিভাবে পবিত্রতা অর্জন করবে ?

উওরঃ-শরীয়তে ইসলামীয়ার যাবতীয় বিধানাবলী সংশ্লিষ্ট ব্যক্তির সাধ্য ও সামর্থ্যের উপর নির্ভরশীল।

সুতরাং প্রশ্নে বর্ণিত দুই হাত কাটা ব্যক্তি অন্যের সহযোগিতার মাধ্যমে অযু করবে, কেউ না থাকলে দেওয়াল ইত্যাদিতে চেহারা মাসেহ করবে। কোনটাই সম্ভব না হলে অযু ছাড়াই নামাজ পড়বে।

দলিল সমূহ-
رد المحتار ۱/۶۰۷ مكتبة الازهر
الرجل المريض اذا لم تكن له امراة ولا امۃ وله ابن او زوج وهو لا يقدر على الوضوء قال یوضؤہ ابنہ او اخوه ، غیر الاستنجاء فانه لایمس فرجہ ویسقط عنه، والمراة المريضة اذا لم تكن لها زوج وهي لايقدر على الوضوع ولها بنت اواخت توضئہا ویسقط عنها الاستنجاء – ولا يخفى ان هذا التفصیل يجرى فيمن سلت یداہ لانہ في حكم المريض.

الفتاوى الهنديۃ- ٥٤/١ مكتبة الاتحاد
– ولو قطعت یده او رجله فلم يبق من المرفق والكعب شيء سقط الغسل

احسن الفتاوی ۲/۱۷ زکریا بکڈ پو دیوبند
اگر ہاتھوں پر زخم ہوں یا بازو پورے کئے ہوں اور چہرے پر کس طرح پانی بہانے کی قدرت بھی نہ تو چہرے کو زمیں یا دیوار و غیر سے تیمم کی نیت سے ملے ۔ اگر چہرے پر زخم وغیرہ کی وجہ سے اس پر بھی قادر نہ ہو تو بدون طہارت کے ہی نماززپڑھنا رہے

আরও দলিল সমূহ
আদ দূররুল মুখতার ১/১৯০
ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৫/৪০

উত্তর প্রদানে-
মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী
প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।
খতিব :-সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *