প্রশ্নঃ-মুহতারাম আমার জানার বিষয় হলো, আমাদের গ্রামে একজন মহিলা মৃত সন্তান প্রসব করেছে, অতঃপর সেও মারা গেছে। এখন উক্ত সন্তানের গোসল ও জানাযা দিতে হবে কিনা ?

প্রশ্নঃ-মুহতারাম আমার জানার বিষয় হলো, আমাদের গ্রামে একজন মহিলা মৃত সন্তান প্রসব করেছে, অতঃপর সেও মারা গেছে। এখন উক্ত সন্তানের গোসল ও জানাযা দিতে হবে কিনা ?

উওরঃ-জানাজার নামাজ পড়া ও গোসল দেওয়ার জন্য শর্ত হলো নবজাতক জীবিত জন্মগ্রহণ করা।

সুতরাং প্রশ্নে বর্ণিত নবজাতক মৃত জন্মগ্রহণ করায় তার জানাযা ও গোসল কোনটাই দেওয়া লাগবে না। একটি পবিত্র কাপড়ে মুড়িয়ে দাফন করে দিলেই যথেষ্ট হয়ে যাবে।

দলিল সমূহ-
* رواہ الترمذی فی الجنائز ۔باب ۴۳
عن جابرقال قال رسول الله صلى الله عليه وسلم الطفل لا يصلى عليه ولایرث ولا یورث حتى یستھل
* الہدایہ ص ۱۸۰
ومن لم یستھل ادرج في خدقة كرامة لبنی آدم ولم يصل عليه لما روينا ويغسل فی غيرظاہر من الروایۃ لانہ نفس من وجہ وهو المختار
* الفتاوى التاتارخانيه ۳ /۱۰ (زکریا بکڈپو دیوبند)
فان ولد میتا لم يغسل ولا يصلى عليه و كذا ذكرہ في الأصل

আরো দলিল সমূহ-
* ফতুয়ায়ে শামী ৩/১৫২
*আল বাহহুর রায়েক ২/৩২৯
*ফতুয়ায়ে হিন্দিয়া ১/২২৪
ফতুয়ায়ে মাহমুদিয়া ৮/৬৪৫

উত্তর প্রদানে-
মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী
প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।
খতিব :-সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *