প্রশ্নঃ- যদি কারো শরীরে ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে রক্ত বের করা হয় তাহলে তার অযু ভঙ্গ হবে কি না?

উত্তরঃ- শরীর থেকে রক্ত পুঁজ ইত্যাদি বের হয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙ্গে যায়।

সুতরাং ইঞ্জেকেশনের মাধ্যমে বের করা রক্তের কারণে ওযু ভেঙ্গে যাবে।

 

– ইবনে আবেদীনঃ- ১/২৮৪, জাদীদ ফিকহী মাসায়েলঃ- ১/৬২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *