প্রশ্নঃ- যদি কেউ বলে আল্লাহ আমার ছেলের জান ভিক্ষা দাও, বদলায় একটা জান কুরবানী করবো। তাহলে কি মান্নত হবে?

উত্তরঃ- সামাজিক পরিভাষায় মান্নত বুঝায় এমন শব্দ ব্যাবহারে মান্নত হয়ে যায়।

সুতরাং প্রশ্নে বর্ণিত “আমার ছেলের জান ভিক্ষা দাও, বদলায় একটা জান কুরবানী করবো” বাক্য দ্বারা মান্নত হয়ে যাবে।

 

– রদ্দুল মুহতারঃ-৩/৭৪৩, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ২/৩০১, কিফায়াতুল মুফতীঃ- ৯/১৪০,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *