উত্তরঃ- বার্ধক্য বা মরণব্যাধীতে আক্রান্ত হওয়ায় রোযা রাখতে অক্ষম ব্যাক্তি ফিদিয়াহ আদায় করার অনুমতি আছে । পরবর্তিতে রোযা রাখতে পারার মত সুস্থ ও সক্ষম হলে কাযা করতে হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তি পরবর্তিতে সুস্থ হয়ে যাওয়ায় পুর্বের রোযাগুলো কাযা করতে হবে।
-মাজমাউল আনহারঃ- ১/৩২২, বাহরুর রায়েকঃ- ২/৫০১, মা লা বুদ্দা মিনহুঃ-১৮২,
Leave Your Comments