প্রশ্নঃ- যদি কোন ব্যাক্তি অজান্তে কোন মাহরামকে বিয়ে করে, অতপর এক ‍দুই বছর পর জানতে পারে, তাহলে তার করণীয় কি?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে মাহরামের সাথে বিবাহ বন্ধন নিষিদ্ধ। সুতরাং প্রশ্নে বর্ণিত ‍বিবাহ সংগঠিত হয়নি।

তাই স্ত্রী মাহরাম হওয়ার বিষয়টি অবগতির সাথে সাথে পৃথক হয়ে যাবে এবং তাওবা করবে।

 

– রদ্দুল মুহতারঃ- ৩/২৮, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ২/৭১, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ- ১১/৩০৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *