উত্তরঃ- স্থলে বসবাসকারী প্রবাহমান রক্তবিশিষ্ট প্রাণী কূপে পড়ে মারা গেলে কূপ নাপাক হয়ে যায়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সাপ যদি প্রবাহমান রক্তবিশিষ্ট হয় তাহলে কূপ নাপাক হয়ে যাবে। ( অন্যথায় নাপাক হবে না )
তখন তা পবিত্র করার পদ্ধতি হলো যদি সাপটি বিড়ালের সমপরিমাণ হয় তাহলে চল্লিশ থেকে ষাট বালতি আর ঈঁদুর সমপরিমাণ হলে বিশ থেকে ত্রিশ বালতি আর বকরী সমপরিমান হলে বা সাপটি ফুলে ফেটে গেলে সমস্ত পানি উঠিয়ে ফেলতে হবে।
-আদ দুররুল মুখতারঃ- ১/৪০৭-৪০৯, + ৪১৪-৪১৫, ফাতাওয়ায়ে কাযীখানঃ- ১/৮-৯, ফাতাওয়ায়ে দারুল ঊলুম দেওবন্দঃ- ১/১৯৯,
Leave Your Comments