প্রশ্নঃ- যদি স্ত্রী পছন্দ না হয় তাহলে কি তালাক দিতে পারবে?

উত্তরঃ- ব্যাক্তিগত ও পারিবারিক বিভিন্ন কল্যানের দিক বিবেচনা করে তলিাক দেওয়া-নেওয়ার সুযোগ থাকলেও অগ্রহনযোগ্য ও অহেতুক কারণে তা প্রয়োগের সুযোগ নেই।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে শুধু পছন্দ না গওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়ার সুযোগ নেই।

 

– আল কুরআনুল কারীম; সুরা নিাসাঃ-৩৫, আল ফিকহুল হানাফী ‍ফি সাওবিহিল জাদীদঃ-২/৮০, কিফায়াতুল মুফতীঃ-৬/৫৪৮,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *