প্রশ্নঃ- যাকাতের নেসাবের পরিমান কত? এবং যদি কোন ব্যাক্তি যাকাতের নেসাবের চাইতে বেশি দান করে এবং দান করার সময় নিয়ত করে অতিরিক্ত অংশটি সামনের বছরের দান করলাম। তাহলে ঐ অতিরিক্ত অংশের যাকাত অগ্রিম আদায় হবে কি?

উত্তরঃ-

*সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্নো তোলা রুপা অথবা যে কোন একটির সমপরিমান অর্থ কিংবা ব্যাবসায়ীক পন্য যাকাতের নেসাব।

*নেসাবের মালিক অগ্রিম যাকাত আদায় করলে তা আদায় হয়ে যায়।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে অগ্রিম যাকাত আদায় করার পদ্ধতিটি গ্রহনযোগ্য।

 

-রদ্দুল মুহতারঃ- ২/২৯৫, হাশিয়াতুত তহতভীঃ- ৭১৭, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ- ৯/৪৬৭,  আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৫/৭৯,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *