উত্তরঃ- ইসলামী আকীদা-বিশ্বাস অনুযায়ী হাজির নাজিরের গুন একমাত্র আল্লাহ তায়ালার জন্য। অন্য কারো সাথে এই গুন সম্পৃক্ত করা হারাম।
সুতরাং হুজুর স. কে হাজির নাজির মনে করা জায়েয নেই। বরং ঈমান পরিপন্থি বিশ্বাস। সর্বাবস্থায় এমন আকীদা বিশ্বাস থেকে বেঁচে থাকা আবশ্যক।
– আল কুরআনঃ- সুরা ক্বসস, আয়াত- ৪৪,
মিশকাতুল মাসাবীহঃ-১/৮৭, মাজমুৃয়াতুল ফাতাওয়া আলা হামিশি খুলাসাতুল ফাতাওয়াঃ-১/৫০৫,
Leave Your Comments