উত্তরঃ- ইসলাম অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন। ইসলামী শরীয়ত কখনোই তার অনুসারীদেরকে বিধর্মীদের সংস্কৃতি পালনের বা সাদৃশ্যতা অর্জনের অনুমতি দেয় না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে হিন্দুদের মন্দির পূজায় যাওয়া মুসলমানের জন্য বৈধ নয়। তবে যদি মন্দিরে গিয়ে পূজা করে তাহলে ঈমান থাকবে না।
– মিশকাতুল মাসাবীহঃ- ৩৭৫, ফাতাওয়ায়ে বাজ্জাজিয়াহঃ- ১/৪৫৩, ইকফারুল মুলহিদীনঃ- ১৯৩,
Leave Your Comments