প্রশ্নঃ- যার উপর সেজদায়ে সাহু ওয়াজিব সে ভুলে সেজদায়ে সাহু ছেড়ে দিলে করণীয় কি?

উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী ভুলে কোন ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা ওয়াজিব হয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে নামাজে সাহু সেজদা দিতে ভুলে গেলে স্বরণে আসা মাত্রই দিয়ে দিবে; যদি নামাজ থেকে অবসর হওয়ার পর নামাজ ভঙ্গের কোন কিছু না করে থাকে। অন্যথায় নামাজ পুনরায় পড়ে নিবে।

 

-আল ফিকহুল হানাফী ফি ছাওবিহিল জাদীদঃ-১/২৮১, ফাতাওয়া তাতার খানিয়াঃ-২/৪১৭, ফাতাওয়া উসমানীঃ-১/৫৪০,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *