উত্তরঃ শরীয়তের মূল নীতি হলো পরস্পর বিবাহ সহিহ হয় এরকম দুজন মহিলাকে একসাথে একজন পুরুষের জন্য বিবাহ করা বৈধ আছে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু ফাতেমার সাথে তার সৎ মার বিবাহ বৈধ আছে (সৎমাকে ছেলে ধরে নিলে) বিধায় যায়েদ সৎ শাশুড়িকে বিয়ে করতে পারবে। এবং তা শরীয়ত সম্মত হবে।দলিলঃহেদায়া ২/৩০৯।ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৩৪৩। ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২২/৪৭২।
Leave Your Comments