প্রশ্নঃ যায়েদ নামের একজন ব্যাক্তি ওমরের সাথে জমি দিয়ে জমি পরিবর্তন করেন। অন্যদিকে খালেদ ওমারের প্রতিবেশি। এমতাবস্থায় খালেদ শুফার দাবী করতে চাইলে করতে পারবে কি না?

উত্তরঃ শুফার দাবী গ্রহণ যোগ্য হওয়ার জন্য দাবীকৃত জমীন টিতে লেনদেন হওয়া শর্ত। জমীন পরপর বদলানোও লেনদেনের অন্তর্ভুক্ত। সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে খালেদের শুফার দাবী করার শরীয়তের পক্ষ থেকে পুর্ন অধিকার রয়েছে। দলিলঃ আল হেদায়া ৪/ ৩৯৬ ইমদাদুল আহকাম ৪/ ১৭১ ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৬/৮৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *