প্রশ্নঃ- যুদ্ধবন্দিনী মহিলাদের সাথে বিবাহ পূর্বক সহবাস করা যাবে কি না?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে যুদ্ধবন্দী নারী দাসীর অন্তর্ভুক্ত।

আর শরীয়ত নিজ স্ত্রী বা দাসীর সাথে সঙ্গমের বৈধতা দিয়েছে।

সুতরাং বন্দিনী মহিলার সাথে বিবাহপূর্বক সহবাস বৈধ।

 

-আত তাফসীরুল কাবীরঃ-৫/২৬৩, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৩/২৫২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *