উত্তরঃ- কুরআন সুন্নাহর স্পষ্ট বর্ণনা অনুযায়ী আল্লাহ বান্দার উপর সাধ্যের বাহিরে কোন বিধান আরোপ করেননা।
সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে যেহেতু উক্ত ব্যাক্তির উভয় হাত কাটা তাই সে যে কোন উপায়ে শুধু মুখ-মন্ডল মাসেহ করে নিলে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন হয়ে যাবে। আর যদি এভাবেও সম্ভব না হয় তাহলে পবিত্রতা অর্জন ব্যাতিত নামাজ আদায় করার অনুমতি রয়েছে।
– আল কুরআনঃ- সূরাঃ বাকারাহ-২৮৬, ফাতাওয়া তাতারখানিয়াঃ-১/২০৫, ফাতাওয়া মাহমুদীয়াহ্ঃ-৫/৪০,
Leave Your Comments