উত্তরঃ- মূল্যবান বস্তু নষ্ট হওয়ার আশংকা থাকলে তা উঠিয়ে নেওয়া উত্তম। নষ্ট হওয়ার আশংকা না থাকলে উঠানোর প্রয়োজন নেই।
তবে কেউ উঠিয়ে ফেললে মালিক পাওয়ার সম্ভাবনা থাকা পর্যন্ত ঘোষণা করতে হবে। এবং মালিককে পাওয়া গেলে তাকে তা ফেরৎ দিতে হবে। মালিক পাওয়া না গেলে মালিকের পক্ষ থেকে গরীব-মিসকিনদের সদকা করে দিতে হবে। নিজে গরীব হলে নিজে ভক্ষণ করতে পারবে।
-সুনানে আবি দাউদঃ- ২/৭৪০, ফাতাওয়ায়ে সিরাজিয়াহঃ-৩৪১, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ- ১৪/১৬৫,
Leave Your Comments