উত্তরঃ- এমন মূল্যহীন কুড়ানো বস্তু যা তার মালিক তালাশ না করার সমূহ সম্ভাবনা রয়েছে, তা কুড়িয়ে ব্যাবহার করা বৈধ। সুতরাং প্রশ্নে উল্লেখিত জুতাটি উপরে বর্ণিত বৈশিষ্ট্য পূর্ণ হলে তা কুড়িয়ে ব্যাবহার করা বৈধ হয়েছে। অন্যথায় বৈধ হয়নি।
-সহীহুল বুখারীঃ- ১/৩২৮, আল বাহরুর রায়েকঃ- ৫২৫৬, আল ফিকহুল হানাফী ফি সাওিবিহিল জাদীদঃ- ২/২৮০,
Leave Your Comments