উত্তরঃ- শরয়ী মূলনীতির আলোকে রোযা অবস্থায় পাকস্থলীতে বা মস্তিস্কে কোন কিছু পৌঁছার দ্বারােোযা ভেঙ্গে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে কুলি করার সময় গলা দিয়ে পানি পেটে গেলে রোজা ভেঙ্গে যাবে।
– হাশিয়াতু ইবনে আবেদীনঃ-৩/৪২৯, ফাতাওয়ায়ে সিরাজিয়াহঃ- ১৬১, ফাতাওয়ায়ে তাতারখানিয়াঃ-৩/৩৭৮, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ১/২৬৫,
Leave Your Comments