উত্তরঃ- রোজাবস্থায় এমন কোন উপায়ে খাদ্য বা এ জাতীয় কিছু গ্রহন করা রোজা ভঙ্গের কারণ যা পাকস্থলি বা ব্রেনের মধ্যে প্রবেশ করে। অন্যথায় ভাঙ্গবে না।
প্রশ্নে বর্ণিত সুরতে চোখে ব্যাবহৃত ঔষধ বিজ্ঞজনদের মতানুযায়ী পাকস্থলীতে পৌঁছেনা বিধায় রোজা ভাঙ্গবে না।
– ফাতাওয়ায়ে আলমগীরীঃ-১/২৬৬, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহুঃ-২/৫৭৭, আহসানুল ফাতাওয়াঃ- ৪/৪২৯,
Leave Your Comments